শিশুদের ছড়া-০4

Picture-02
Picture-02

জেলের কষ্ট
কাজী সাঈদ 
*************
উপকূলের এই এলাকায়
হাজার হাজার জেলে,
দিনে রাতে কষ্ট করে
গঙ্গার গভীর জলে,
কষ্ট তবু হয় না কষ্ট
মাছ যদি পায় জালে।

ঝড় তুফান তুচ্ছ ভেবে
দেয় যে তারা পাড়ি,
যে দরিদ্রকে জয় করতে
ধরছে তারা আঁড়ি,
কেউ জানে না ফিরবে কিনা
স্বজন থাকা বাড়ি।

দশ বারো দিন সাগর চষে
যদি না মাছ পায়,
বুকের কষ্ট দ্বীগুন হয়ে
নানান কথা কয়,
কিস্তির টাকা কেমনে দিবে
বাকি গোটা ছয়।

জড়ো বাতাস শুরু হলে
মা জননীর ভয়,
নামাজ শেষে দু’হাত তুলে
বারে বারে কয়,
‘রক্ষা করো হে বিধাতা
বাবায় যেন আয়’।
##########


সাগর ডাকে
***********

সাগর ডাকে শোঁ শোঁ করে
তুফান বড় বড়,
খোকা বলে, খেলবো আমি
মাগো আমায় ছাড়,

ঐ যে দ্যাখ কত মানুষ
ডুবাডুবি খেলে,
আমায় তুমি রাখছো কেন
শীতল তোমার কোলে?

“মা” বলেন, শোনরে খোকা
শোন রে এবার শোন,
ডুবাডুবির হয়নি সময়
এখর নাইতো গোন।

ভাটার  স্রোতে গভীরে টানে
তাইতো আমার ভয়,
জোয়াল এলে সবাই মিলে
গোসল করতে হয়।
************

তুফান ভাঙ্গার দারুণ শব্দ
***********************
তুফান ভাঙ্গার দারুণ শব্দ
হাওয়ায় ভেসে যায়,
বিশ্ববাসীর ঘরে ঘরে
আমন্ত্রন পৌঁছায়।

শব্দ শুনে ভ্রমণ প্রেমী
ছুটে ছুটে আয়,
যে এসছে সে পড়েছে
ঢেউ ভাঙ্গার মায়ায়।

তাই তো আবার সুযোগ করে
বারে বারে আসে,
ঢেউয়ের ফণা দ্যাখে তারা
ছাতের নিচে বসে।

ঢেউয়ের নৃত্য বন্দি করে
হাতের মোবাইল ফোনে,
কেউবা আবার গল্প করে
দূরের প্রিয়ার সনে।
--------------------

No comments

Powered by Blogger.