শিশুদের ছড়া

Picture-01
Picture-01
 আমন্ত্রণ-০২
কাজী সাঈদ

সৈকত তটের নারিকেল বীথি
হাতছানিতে ডাকে,
দক্ষিণা বাতাসে শান্তির পরশে
ডাকে বিশ্ববাসীকে।

ঝাউ কাননের শনশন বায়ু
শীতল করে মন,
বিশুদ্ধ পবনে হেলে দুলে,
করে আমন্ত্রন।

সেগুন গাছের শুকনো পাতা
মচর মচর সুরে,
কত মানুষ যাচ্ছে হেঁটে
তুমি কেন দূরে?

বন জঙ্গলে পাখ পাখালির
কিচির মিচির ডাকে,
রাত গভীরে মন ভরেছে
খেক শেয়ালের হাঁকে।
###

ঘাটে ফিরে জেলে
*******************
শরতের এই মেঘলা আকাশ
পাতলা বৃষ্টি ঢালে,
উতাল-পাতাল সাগরের ঢেউ
ভাঙ্গে এসে কূলে।

বৈরী বার্তা পেয়ে মাঝি
তীরে আসছে ফিরে,
সারি সারি চলছে ট্রলার
মাঝি বৈঠা ধরে। 
###

 জেলের হাসি
************
সাগর বুকে হাজারো জেলে
মাছ শিকারে যায়,
গভীর জলে ঢেউয়ের তালে
নৌকাটি দোল খায়।

জোয়ার ভাটার কলকল সুরে
সমুদ্র গান গায়,
গাঙচিলের দল ডানা মেলে
উড়ে উড়ে যায়।

মাছের সন্ধানে জাল ফেলে
সাগর চষে বেড়ায়,
মনের সুখে সবাই মিলে
বেসুরো গান গায়।

ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ
যখন জেলে পায়,
মন আনন্দে সবাই মিলে
জাল তোলে নৌকায়।

চোখে মুখে হাসির ঝিলিক
আনন্দে মন ভরে,
মাছ নিয়ে ফিরে আসে
কুয়াকাটার চরে।
# # # #

No comments

Powered by Blogger.