শিশুদের ছড়া-০2
Picture |
সূর্য ওঠে
কাজী সাঈদ
*********
সাগরের বুক চিরে
জেগে ওঠে রবি,
আসে যারা তোলে
তারা সবাই ছবি।
কেউ তোলে পাশাপাশি
কেউ লয়ে হাতে,
যেন সূর্যের কিরণে
সবে উঠেছে মেতে।
“সমুদ্রস্নান”
ভরা জোয়ারে গঙ্গার জলে
ঢেউয়ের তালে তালে,
ডুবাডুবির খেলায় মাতে
কেউবা ছবি তোলে।
মা-মেয়ে, পিতা-পুত্র
সবাই স্নান করে,
ছেলেটি যায় বেশী জলে
কন্যা থাকে পাড়ে।
ঢেউ স্রোতে ভেসে ভেসে
হাবু ডুবু খায়,
ছেলে-বুড়ো সবাই মিলে
দারুণ মজা পায়।
গোসল শেষে সবাই মিলে
ভিজা বসনে হাটে,
শুকনা বালু জুতার চোটে
গায়ে লাগে ছিটে।
“লাল কাঁকড়া”
সমুদ্র তটে বালুর চরে
ভাটা হলে পরে,
শত শত লাল কাঁকড়া
ছোটা ছুটি করে।
গর্ত তৈরী করতে ওরা
ব্যস্ত হয়ে পরে,
সাগর বুকে জোয়ার এলে
গর্ত যায় মরে।
ভাটায় দেখি জোয়ারে নাই
গর্তে গেলো ডুকে,
কোথায় গেলো জিজ্ঞাস করে
খোকা খুকি মাকে।
একটি কাঁকড়া ধরতে খোকা
বালু মাখে হাতে,
মায়ের কোলে ছোট্ট খুকি
হাসে ফোকলা দাঁতে।
শত চেষ্টার পরে খোকা
একটি আনল ধরে,
মা বলেন ‘ছেড়ে দাও,
কামড় দিতে পারে’।
No comments