শিশুদের ছড়া-০১

Rayme photo
Photo

আমন্ত্রণ

কাজী সাঈদ
*********
কুয়াকাটায় কুয়া আছে
বিশাল বালুর চর,
বরিশালের দক্ষিণ দিকে
পটুয়াখালীর পর।

সূর্য ওঠা সূর্য ডোবা
সবাই দেখতে পায়,
মেঘলা আকাশ থাকলে তবে
একটু বিঘ্ন হয়।

সাগর বুকে জলের খেলা
কূলে ভাঙ্গে ঢেউ,
নয়ন খুলে দেখে যারা
ভোলে নাতো কেউ।

আপনার সেবায় ব্যস্ত সবাই
একবার আসেন ভাই,
এই অঞ্চলের মানুষ ভালো
সবাই সবার ভাই।


কুয়াকাটা জাতীয় উদ্যান

গাছে গাছে পাখির বাসা
ফুরুৎ ফারুৎ উড়ে,
কিচির মিচির ডাকছে ছানা
মিষ্টি মধুর সুরে।

নানান রংয়ের প্রজাপতি
উড়ছে পাখা মেলে,
মনের সুখে ছুটছে ওরা
দ্যাখনা নয়ন খুলে।

বনে বনে কুসুম কলি
ভাসে বাতাসে গন্ধ,
মৌমাছির মধু আহরণ
থাকে নাতো বন্ধ।

ঘাসের উপর ফড়িং লাফায়
দেখতে লাগে ভাল,
দেখবো মোরা সবাই মিলে
জাতীয় উদ্যানে চলো।


শুঁটকি মাছ


সাগর পাড়ের শুঁটকি ভালো
দেশের মানুষ কয়,
কুয়াকাটার শুঁটকি এখন
দেশ-বিদেশে যায়।

সৈকত তটের পশ্চিম দিকে
শুঁটকি পল্লী ভাই,
সবাই মিলে দেখতে পারেন
বাঁধা
বিঘ্ন নাই।

ছুড়ি, লইট্টা, ফাইশা, পোমা
বহু জাতের মাছ,
নারী-পুরুষ, ছেলে-বুড়ো
সবাই করছে কাজ।

ইচ্ছা হলে কিনতে পাবেন
বিক্রি করা হয়,
রোদে শুকনো শুঁটকির ঘ্রাণ
এখন বিশ্ববাসী পায়।
*******


No comments

Powered by Blogger.