শিশুদের ছড়া-০5
প্রোতাশ্রয়- (গান)
হায়রে নদী শুকায় যদি
বেড়ে যাবে দূর্গতি,
ঘূর্ণি ঝড় ছাড়ে যদি
জেলের হবে কোন গতি?
শতে শতে হাজার হাজার
মাছ ধরা ট্রলার,
নিরাপদে আশ্রয় দেয়
শিববাড়িয়া নদী।
গঙ্গার বুকে গভীর জলে
মাছ শিকারে জেলে,
শাছ পেয়ে ফিরে কূলে
বেশি বেশি ফূর্তি।
চোখে মুখে হাসির ঝিলিক
জেলের ঘরে ঘরে,
রমরমা জমজমাট
ব্যবসা করে গদি।
প্রতি বছর কোটি কোটি
টাকার আদান-প্রদান,
মরে গেলে সেই নদীটি
অনেক হবে ক্ষতি।
***********
শিববাড়িয়া নদী
আলীপুর-মহিপুর শিববাড়িয়া নদী
মাঝি-জেলের আস্তানা,
জড়ো বাতাস ছাড়ে যদি
এটাই নিরাপদ ঠিকানা।
শত শত ট্রলার চলে
নদীটির ঐ বুকে,
জোয়ার-ভাটার ঘোলা জলে
চলছে এঁকে বেঁকে।
দমকা বাতাস শুরু হলে
হাজারো ট্রলার ঢুকে,
আপদকালীন আশ্রায় মিলে
প্রোতাশ্রয় নামে ডাকে।
জোয়ার জলের পলি মাটি
দিনে দিনে মারে,
রক্ষা পাবে এই নদীটি
খনন যদি করে।
দিনে রাতে মাছ ধরে
শত শত জেলে,
ডুবাডুবির খেলায় মাতে
জেলের দূরন্ত ছেলে।
*************
ফাতরার বন
সুন্দর বনের পূর্ব অংশ
নাম ফাতরার বন,
পাখ পাখালীর কল কাকুলী
কেড়েছে এই মন।
নানান জাতের গাছ গাছালি
নাই তো ভিটায় ছন,
লতায় লতায় প্যাঁচানো গাছ
নাই যে লতায় পান।
গাছে গাছে লাফা লাফি
করছে কাঠ বিড়ালি,
নানার প্রকার ফুল ফুটেছে
ফুল তোলে না মালি।
ফুলে ফুলে উড়ে উড়ে
মৌমাছি গান গায়,
ফুলের মধু তুলে নিয়ে
আপন বাসায় যায়।
তরুর তলায় জড়া পাতা
মচর মচর সুরে,
হঠাৎ বৃষ্টির জল স্রোতে
যাচ্ছে ভেসে দূরে।
# # #
No comments