কবির কবিতা ও লোকের পাগলামি

কবির কবিতা ও লোকের পাগলামি 
Poem Photo
Poem Picture

কাজী সাঈদ
কবি ও কবিতার কাব্যকে যারা বলছে নিছক ‘পাগলামি’
‘পাগলামি’র ফসল কবিতা আর ‘পাগল’- কবি
তাদের জন্যই আমার আজকের এই কবিতা
কবিতা বলছি আমি, শুনতে হবে তাদের।

তারা কী কখনো কারো শরীরে ঢিল ছোড়ে?
ছোড়ে কখনো কারো পাকা আমগাছে ঢিল তারা?
কবিরা সাহিত্যের বাগানে মৌমাছির বাসায় ঢিল মারে,
ঢিল মেরে ঢেউ তোলে কাব্য সাগরে কবিরা।
কবিরা অন্যায়-অত্যাচার-অবিচারের বিরুদ্ধে কলম ধরে
কলম ধরে প্রেম সমুদ্রে তুফান তোলে; তাও কবিরা।

অথচ সেই কবিকে ওরা বলছে ‘পাগল’!

যেই কবির লেখনিতে সারা দুনিয়ায় চলে তোলপাড়
যেই কবির লেখনিতে কেঁপে ওঠে সমস্ত পৃথিবী
যেই কবির লেখনিতে ফুটে ওঠে প্রতিবাদের প্রতিচ্ছবি
যেই কবির লেখনিতে জেগে ওঠে বিপ্লবী চেতনা
যেই কবির লেখনিতে জাগ্রত হয় ঘুমান্ত বিবেক।
সেই কবিবেই ‘পাগল’ বলছে ওরা!

হ্যাঁ আমিও বলছি ‘পাগল’, স্বীকার করে নিচ্ছি কবিরা ‘পাগল’!

‘পাগল’ না হলে---
কবিরা লিখবে কেন  নিশি রাতের ‘প্রেমকাব্য’
কবিরা লিখবে কেন জোছনা রাতের ‘জ্যো¯œাকাব্য’
কবিরা লিখবে কেন ঝলমল সোনালী রোদের ‘রোদ্দুরকাব্য’
কবিরা লিখবে কেন ‘মিছিলে প্রতিবাদী স্লোগান’
কবিরা লিখবে কেন ‘রণমন্ত্র যুদ্ধসংগীত’
কবিরা লিখবে কেন ‘জাগ্রত জনতার জয়গান’

কবিকে ‘পাগল’ বলে, অথচ কবির কাব্য ছাড়া চলতে পারে না তারা।

তারা কথায় কথায় টানে কবিতা কাব্যের উপমা
তারা কথায় কথায় করে কাব্য ছন্দ উচ্চারণ
“ইচ্ছা থাকলে উপায় হয়” এরকম অসংখ্য উদাহরণ
তারা কবিকে নয়, কবির সৃষ্টির উল্লাসে মাতে।
তারাই আবার কবিকে কবি না ‘পাগল’ বলছে।

কবিকে কবি বলতে লজ্জা পায় তারা।

তারা লজ্জা পায় না তখন-
যখন ছেলের সম্মুখে মাকে উলঙ্গ করে-
পিতাহীন মাতার নির্লজ্জ বজ্জাতেরা, ইজ্জত নিয়ে নগ্ন খেলা করে।

তারা লজ্জা পায় না তখন-
যখন ভাইকে বেঁধে বোনের বস্ত্র খুলে-
নিষিদ্ধ পল্লী জননীর অবৈধ নরপশুরা, লজ্জাকে হত্যা করে।

তারা লজ্জা পায় না তখন-
যখন পঙ্গু পিতার কাঁেধ ওঠে, প্রিয় পুত্রের রক্তাক্ত লাশ
বিধবা মায়ের শাড়ির আচঁলে লাগে গুলিবিদ্ধ সন্তানের রক্তের দাগ। 

তারা লজ্জা পায় না তখন-
যখন বৃদ্ধ বিধবা বিবিশন বিবির ভিটা বাড়ি দখলে নেয় ভূমিদস্যুরা
যখন সমুদ্রে মৎস্য শ্রমিকের ওপর মুক্তিপনের নেশায় তান্ডব চালায় জলদস্যুরা।

তারা লজ্জা পায় না তখন-
যখন স্বাধীনতার মানচিত্রে তীক্ষ্ম দৃষ্টি দেয় শকুন
ধর্ষিতা বোনের রক্তে কেনা পতাকায় দেয় আগুন।
                                           কবিকে কবি বলতে ওদের যত লজ্জা!

কবির সৃষ্টির উল্লাসে মেতে ওঠবে আর কবিকে জানবে না?
সে হতে পারে না। আমি মানতে পারি না...
                                           আমি মানবো না।
--------------*******-----------

No comments

Powered by Blogger.